Tuesday, November 18, 2008

সাদা পোষাকে আর কালি দিবেন না।

স্কুলে থাকা অবস্থায় আমাদের ক্লাসের এক মেয়ে এক ছেলের প্রেম পড়েছিল। এটা একটা সাধারণ ঘটনা স্কুলের ছেলে মেয়েরা একে অন্যের সাথে প্রেম করবে। কিন্তু এ ঘটনাটা আলোচিত হয়েছিল শুধুমাত্র এ কারণে যে মেয়েটি ছিল বোরকাওয়ালী। রক্ষণশীল পরিবারের হওয়ার পরও মেয়েটি ছেলেটির সাথে প্রেম করত। একবার পিকনিকে তারা একাকিত্বে দেখা করে। আর যা হওয়ার তাই হল মেয়েটির ব্যাপারে আলোচনা আবারো তুঙ্গে। কারণ আর কিছুই নয় মেয়েটি বোরকাওয়ালী অথবা রক্ষণশীল পরিবারের মেয়ে। এই মেয়ে কিভাবে একটা ছেলের সাথে প্রেম করে। মেয়েটির ভাইয়ের সাথে ভাল সম্পর্ থাকায় আমাকেও কথা শুনতে হয়েছিল। সাদা জামাতে কালো কালি লাগলে যেমন সবার চোখে লাগে সে ভাবেই এটা সবারই চোখে লাগত ।

আমার পরিচিত আর এক বড় ভাই বিয়ে করল সংগঠন এর এক মেয়েকে। দুইজনেই একই সংগঠনের ফলে তাদের মধ্যে মিল হওয়ার কথা । কিন্তু হল অন্যটা, তাদের ভিতর মিল না হয়ে বিরোধ লেগেই আছে। এমন অবস্থা যেন বিয়ে ভেঙ্গেই যায়। মানসিকতার মিল না হওয়ায় তাদের বিরোধ হচ্ছে।তাদের একমাত্রসন্তানের কারণেই হয়ত তারা আলাদা হতে পারছে না। এটাও অনেক পরিবারের স্বাভাবিক ঘটনা হলেও তারা সংগঠনের লোক হওয়ায় পোষাকে কালি লাগার মত এটাও স্পষ্ট হয়ে সবার চোখে লেগেছে।


আর একটা ঘটনা, আমাদের পাশের বাসার এক ভাই বিয়ে করার জন্য মেয়ে খুজছেন অনেকদিন ধরে। ভাল মেয়ে মানে সংগঠনের মেয়েই খুজছেন তিনি। কিন্তু সব কিছু মিললেও সংগঠনের মেয়ে পাওয়া যাচ্ছে না। তার ভাইভাবী মিলে অনেকদিন মেয়ে খুজার পর সবদিক দেখে এক মেয়ের সাথে তার বিয়ে ঠিক করলেন। মেয়ের গায়ে হলুদ এর পর্বও শেষ। এবার বাকী শুধু বিয়ে পড়ানোর ।কিন্তু না, তিনি বিয়ের আগের দিন তার বন্ধুর মাধ্যমে কোন এক সংগঠনের মেয়ের খোজ পেলেন। বিয়ের দিন বরযাত্রী তৈরী থাকলেও বরকে পাওয়া গেল না। তিনি তার পছন্দের মেয়ের জন্য এই বিয়ে আর করবেন না। আর মেয়ে পক্ষ মেয়েকে কনে বেশে সাজালেও বিয়ে দিতে পারল না। এটাও বিয়ের ক্ষেত্রেসাধারণ ঘটনা। কিন্তু লোকটি সংগঠনের হওয়ায় বিষয়টি সাদা পোষাকে কালি পড়ার মত দেখা যায় দগদগ করে।

প্লীজ, আপনার আশে পাশে যারা আছে তারা আপনাকে খেয়াল করছে। তারা আপনাকে অন্যরকম চোখে দেখে তাই আপনার ব্যবহারের দিকে খেয়াল রাখুন।

Wednesday, November 12, 2008